ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

 হজ এজেন্সির গাফিলতি পেলে আইনানুগ ব্যবস্থা  : ধর্ম মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

হজ এজেন্সিগুলোর গাফিলতির কারণে কোনও হজযাত্রী এবার হজে যেতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতির মাধ্যমে এক কথা বলা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দোষত্রুটি থাকলে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে এতে।

 আরও বলা হয়েছে , ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে হজ ফ্লাইটের সিডিউল ঘোষণা করে। সেই সিডিউল অনুযায়ী যেসব হজ এজেন্সি এখনও বিমান টিকিট ক্রয় করে ভিসা সংগ্রহের জন্য ঢাকার হজ অফিসে হজ যাত্রীদের পাসপোর্ট জমা করেনি, তাদের দ্রুত এ কাজ শেষ করে ঢাকার হজ অফিসকে নিশ্চিত করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস. এম. মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এ বছর নির্ধারিত সিডিউলভুক্ত ফ্লাইটে হজযাত্রী পরিবহনে ব্যর্থ হলে সৌদি আরবে কোনও অবস্থাতেই অতিরিক্ত কোনও স্লট বরাদ্দ পাওয়া যাবে না।

 টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি